SAMAMA's Programs
Telemedicine
SAMAMA (Sadharan Manusher Majhe) is the first institution in Bangladesh to provide general treatment to patients in rural areas with the help of equipment based telemedicine system. Not only that, SAMAMA is the only one company in Bangladesh that operates a mobile telemedicine unit to provide low cost prescriptions to the neglected, deprived of proper medical care in rural areas.Medicine
Bangladesh is one of the top countries in pharmaceutical production. But most of the time it is not possible to ensure quality like multinational companies. The prices of quality medicines of foreign companies are beyond the reach of the common man and the masses are the victims of a vicious cycle. SAMAMA wants to break this stalemate.
Organic/ Safe Food
Bangladesh is an agricultural country, but the process of food production is very scary. Humans, plants, rivers, seas and oceans are not exempt from excessive use of fertilizers and pesticides. Recently added a variety of harmful hormones and uncontrolled and arbitrary use of steroids. SAMAMA wants to expand the production of organic or safe food and organic farming techniques, albeit on a small scale.
Environment Issue
The process of making and burning conventional bricks every year in Bangladesh is causing great damage to the environment on the one hand and depletion of fertile agricultural land on the other. So SAMAMA wants to introduce and produce interlocking green bricks with a combination of environmentally friendly soil and cement instead of conventional bricks.
In an emergency? Need help now?
The service will be launched soon.
এই সার্ভিসটি খুব শিঘ্রই চালু করা হবে।
About Us
SAMAMA was established in 2002. Its main focus is to provide health facilities to the distress people who are not able to access quality services. It will give emphasis to promote sustainable socio- economic development of the underprivileged people through capacity building, education, income generating work, mass awareness, plantation, sanitation, training and joint actions. The Emerge of SAMAMA is based on the trust and inspiration from the value of (mankind on humanities) society where every individual shall have right to enjoy equitable and rightful shares of the recourses belonging to any strata of the society.
SAMAMA's View AND Vision.
SAMAMA has been working both rural and urban privileged for the socio- economic emancipation with its various packages of programs.
- SAMAMA’s commitment is based on comprehensive development of unprivileged men, women, youths and children towards establishment of a civil society with respect of full liberty democracy, peace, equality, justice, dignity and solidity.
- SAMAMA envisage Bangladesh nature and society is environmentally and economically productive and equitable, socially just environmentally sound with good weather and genuinely democratic.
- SAMAMA Obtained necessary permission for Telemedicine by Health Department, The Ministry of Health and Family Welfare, Government of the People's Republic of Bangladesh. Besides, it has also taken other necessary administrative permissions.
SAMAMA strongly trusts and believes on empowerment of the underprivileged through institution building and networking, by which the rural poor will be able to utilize their human, spiritual and material resources, practice democratic values of co-operation, mutual aid in an efficient way to solve some of the pressing problems.
SAMAMA is supporting the groups by process of group formation, awareness, capacity building, human resource development and in undertaking various socio-economic programs by ensuring non-formal education, training and income generation activities. Beside, SAMAMA envisage establishing human rights and social justices in the process of its development efforts.
Telemedicine Program
Telemedicine
On going
Medicine
Up Coming
Lab
Up Coming
Hospital
Up Coming
Make an Appointment
The service will be launched soon.
এই সার্ভিসটি খুব শিঘ্রই চালু করা হবে।
Career
Doctors
Our goals and objectives are very clear, we want to spread the right medical services in the most remote areas of Bangladesh. Another common man in the countryside should not be a victim without treatment or malpractice in the absence of a registered doctor.
Dr. Easer Habib
Medical OfficerDr. Meshbah-Un-Alam (Rumpa)
Medical OfficerDr. Kayes Azad
Medical OfficerDr. Md.Sifat Uddin
Medical OfficerHealth Packages
We have a variety of affordable packages. All types of packages have different features. So choose the package of your choice today without delay. (আমাদের রয়েছে বৈচিত্র্যময় বিভিন্ন সুলভ মূল্যের প্যাকেজ। সব ধরণের প্যাকেজে রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। তাই দেরী না করে আজই বেছে নিন আপনার পছন্দ অনুযায়ী প্যাকেজটি।)
General Patient
tk250 / Prescription
- 1 Time
- 1 Person
- 15% Discount on Test
- 10% discount on Medicine
- 40% Discount on Operation
Gold Health Card
tk1000 / 12 Month
- 1 Family
- Unlimited Prescription on 100 tk
- 30% Discount on Test
- 10% Discount on Medicine
- 15%-25% Discount on Operation
Silver Health Card
tk500 /6 month
- 1 Family
- Unlimited Prescription on 150 tk
- 20% Discount on Test
- 8% Discount on Medicine
- 15%-30% Discount on Operation
Platinum Health Card
tk5000 / 60 month
- 1 Family
- Unlimited Prescription on 50 tk
- 40% Discount on Test
- 12% Discount on Medicine
- 15%-33% Discount on Operation
Frequently Asked Questioins
(আপনার জিজ্ঞাসা?)
টেলিমেডিসিন সংক্রান্ত প্রশ্নের উত্তর সমূহ
-
টেলিমেডিসিন কি?
টেলিমেডিসিন হচ্ছে চিকিৎসক এবং সেবা দানকারী প্রতিষ্ঠান যে ইলেকট্রনিক বা ডিজিটাল টেলিযোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে। টেলিমেডিসিন প্রযুক্তির স্বাস্থ্যসেবা প্রদানকারী রোগীর গৃহে অথবা অন্যান্য প্রত্যন্ত অঞ্চলে তাদের রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করার জন্য এটি সহজ করে তোলে। এই সিস্টেম যোগাযোগ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং চিকিৎসা বিজ্ঞানের একটি সমন্বিত সফটওয়্যার ব্যবহার করে চালিত ওয়েবসাইট যা টেলিমেডিসিন নামে অভিহিত বা পরিচিত। টেলিমেডিসিন দূরবর্তী প্রত্যন্ত এলাকার রোগীদের কষ্টসাধ্য দীর্ঘ সময় ব্যয় করে ভ্রমন করে যাওয়া ছাড়াই বিশেষজ্ঞ ডাক্তারদের থেকে সময়োপযোগী পরামর্শ পেতে, বিশাল চিকিৎসা খরচ বাচাতে এবং অহেতুক হয়রানি (দালালি, অতিরিক্ত টেষ্ট ইত্যাদি) থেকে বাঁচতে সাহায্য করে।
-
টেলিমেডিসিন কিভাবে কাজ করে?
টেলিমেডিসিন সেন্টার স্থাপন করে আপনি ইউনিয়ন পর্যায় থেকেই রোগী এবং ডাঃ সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সফটওয়্যারের সাহায্যে দেশের যে কোন প্রান্তে প্রিন্টেড প্রেসক্রিপশন সংগ্রহ করে চিকিৎসা সেবা দিতে পারেন।
-
টেলিমেডিসিন কি বৈধ? বৈধ হলে সরকারি কোন প্রতিষ্ঠান বৈধতা দিল?
হ্যাঁ টেলিমেডিসিন বৈধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা- বাংলাদেশ কর্তৃক অনুমোদিত।
-
টেলিমেডিসিন সিস্টেমে যে সমস্ত ডাঃ কাজ করছেন বা করবেন তাদের বৈধতা কি?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক শর্তাবলী অন্যতম শর্ত হচ্ছে- রোগীর অপর প্রান্তে কমপক্ষে একজন বিএমডিসি বৈধ সার্টিফিকেটধারী রেজিঃ এমবিবিএস ডাক্তার চিকিৎসা দিবেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় বৈধ কাগজপত্রের কপি সামামা সংরক্ষন করবে।
-
কিভাবে বুঝা যাবে প্রেসক্রিপশন প্রেরণকারী ডাক্তার আসল না নকল?
প্রতিটি প্রেসক্রিপশনের উপরে ডান কোনে ডাক্তারের নাম, ডিগ্রী এবং বিএমডিসি রেজিঃ নম্বর উল্লেখ থাকে। চাইলে যে কেউ এই লিঙ্ক http://bmdc.org.bd/doctors-info/ থেকে যাচাই করতে পারবেন।
-
সামামা টেলিমেডিসিন সেবা কার্যক্রম পরিচালনা পদ্ধতি?
সামামা টেলিমেডিসিন সেবা কার্যক্রম পদ্ধতি দুইভাবে পরিচালনা হতে পারেঃ
# কমিশন ভিত্তিকঃ
১। প্রেসক্রিপশন ফি থেকেঃ ধরুন, রোগীর ফি ২৫০ টাকা। আপনি ২৫% হিসেবে পাবেন ৬২.৫/= টাকা; এভাবে গড়ে ১ দিনে ১০ জন রোগী হলে আপনি পাচ্ছেন ৬২৫/= টাকা; মাসে ২৬ দিন সেবা দিলে আপনি পাবেন ১৬,২৫০/= টাকা। রোগী বেশি হলে আরও বেশী পাবেন।
২। ঔষধ বিক্রিঃ আপনি ঔষধের ব্যবসা করলে তার পুরো লাভই আপনার হবে। প্রতিদিন আপনি কমপক্ষে ১২% লাভে ±৫০০০ টাকার ঔষধ বিক্রি করলে লাভ পাবেন ±৬০০ টাকা। মাসে ২৬ দিন ঔষধ বিক্রিতে লাভ পাবেন ± ১৫,৬০০ টাকা। ধীরে ধীরে বিক্রি বাড়লে আপনার লাভের পরিমানও বাড়বে।
# বেতন ভিত্তিকঃ
বেতন/ ভাতাদিঃ
• মাসিক বেতনঃ টাকা.৮০০০ - ১৫০০০ (মাসিক)
শিক্ষানবীশকালীন (৬ মাস) সময়ে বেতন ৮,০০০/- টাকা। ৬ মাস পর মূল্যায়নের ভিত্তিতে বেতন ১০,০০০/- টাকা।
• এক বছর পর চাকরী স্থায়ী হবে এবং বেতন ১৫,০০০/- টাকা।
অন্যান্য সুযোগ সুবিধাদিঃ
প্রযোজ্য ক্ষেত্রে টি/এ, মোবাইল বিল, বার্ষিক বোনাস, পারফরমেন্স বোনাস, ২টি উৎসব ভাতা (বার্ষিক)। -
চাকরির ধরণঃ
• ফুল টাইমঃ (বেতনের ক্ষেত্রে প্রযোজ্য)
(সকাল ৭ টা থেকে বেলা ১১ টা এবং বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।)
(সময় পরিবর্তন করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করে।) -
প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে?
এক কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স (যদি থাকে), দোকান বা ব্যাবসা প্রতিষ্ঠানের মালিকানা/ ভাড়ার প্রমানপত্র (যদি থাকে), প্যারামেডিকেল ট্রেনিং সার্টিফিকেট (যদি থাকে) এবং টেলিমেডিসিন ট্রেনিং সার্টিফিকেট (সামামা কর্তৃক প্রদত্ত)।
-
টেলিমেডিসিন ট্রেনিং সার্টিফিকেট
অফলাইন বা অনলাইনে ট্রেনিং সম্পন্ন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে ইউসার ম্যানুয়াল (নির্বাচিতদের ই-মেইল এবং স্কাইপে পাঠান হবে) দেখে প্রাকটিস করে ট্রেনিং সম্পন্ন করে অনলাইনে ইন্টারভিউ দিতে হবে।
-
আমাকে কি কি যন্ত্রপাতি ব্যবহার করতে হবে?
ল্যাপটপ অথবা ডেক্সটপ কম্পিউটার, প্রিন্টার, মডেম।
-
আমাকে কি কি মেডিকেল যন্ত্রপাতি ব্যবহার করতে হবে?
অ্যানালগ অথবা ডিজিটাল থার্মোমিটার, অ্যানালগ অথবা ডিজিটাল ব্লাডপ্রেসার পরিমাপক বা বিপি মেশিন, ডায়বেটিক পরিমাপক গ্লুকোমিটার (অপশনাল), অ্যানালগ অথবা ডিজিটাল ওজন পরিমাপক এবং উচ্চতা পরিমাপক স্কেল।
-
আমার কম্পিউটারে কি কি সফটওয়্যার ইন্সটল থাকতে হবে?
টেলিমেডিসিন সেবা চালু করতে আপনার যে সমস্ত সফটওয়্যার লাগবেঃ এমএস ডক, পিডিএফ, প্রিন্টারের সফটওয়্যার, স্কাইপ (বাধ্যতামুলক), ওয়েবক্যাম, মডেম চালানোর সফটওয়্যার ইত্যাদি।
-
প্যারামেডিকেল ট্রেনিং সার্টিফিকেট?
আপনি সিভিল সার্জন অথবা যে কোন এমবিবিএস ডাঃ এর কাছ থেকে সত্যায়ন সার্টিফিকেট নিবেন। যেখানে আপনার প্রাথমিক মেডিকেল ডাটা গ্রহন করার (যেমনঃ প্রেসার মাপা, বডি টেম্পারেচার মাপা, ওজন নেওয়া, উচ্চতা মাপা, রক্তশুন্যতা দেখা, ডাঃ যেভাবে ডিজিটাল স্টেথেস্কোপ ধরতে বলেন সেভাবে ধরা ইত্যাদি) সক্ষমতা আছে উল্লেখ থাকবে।
Location On Google Map
You find us on google map
গুগল ম্যাপ থেকেও আপনি আমাদের প্রধান কার্যালয়ের অবস্থান বের করতে পারবেন।