ইউনিয়ন ভিত্তিক টেলিমেডিসিন সেন্টার স্থাপনের কাজ চলছে। আগ্রহীগন যোগাযোগ করুনঃ ০১৭১৪-৯৮ ৫৪ ২৫ ।
Call us now +88 01714 985 425




নিয়োগ বিজ্ঞপ্তি

বেতনঃ *১৫০০০ /- টাকা!!!


জব টাইটেলঃ ইউনিয়ন টেলিমেডিসিন সেবাদাতা

কর্মস্থলঃ নিজ নিজ ইউনিয়ন।

প্রাথমিক যোগ্যতাঃ নিজস্ব কম্পিউটার এবং প্রিন্টার থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি পাস।

বিশেষ যোগ্যতাঃ অনলাইন এক্সপার্ট হলে অগ্রাধীকার।

বিশেষ করে অনলাইন প্যারামেডিকেল এবং টেলিমেডিসিন ট্রেনিং করার সক্ষমতা, ইন্টারনেট ব্রাউজিং, স্কাইপ, হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং রোগী ম্যানেজমেন্ট করা।

সার্ভিসঃ রেজিঃ (ঢাকার এমবিবিএস/ কনসালটেন্ট) ডাক্তারের প্রেশক্রিপশন।৬০০ বা ৮০০ টাকার প্রেসক্রিপশন ফি সাধারণ রোগীদের জন্য ২৫০ টাকা এবং সদস্যদের ফি মাত্র ১০০ টাকা।

স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদিত টেলিমেডিসিন প্রকল্প।

বিঃদ্রঃ আমাদের কোন প্রকার জামানত দিতে হয় না।


রেজিঃ ফি ছাড়াই টেলিমেডিসিন সেন্টার চালু করি দেশ ও জাতির সেবা করি

প্রেসক্রিপশন প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা

চলছে করোনা মহামারিকাল। করোনা শুধু জীবনই কেড়ে নিচ্ছে না। অনেক প্রতিষ্ঠান করোনার ক্ষতি কাটিয়ে নিতে কর্মীদের বেতন কমিয়ে দিচ্ছে বা ছাটাই করছে। এ অবস্থায় চাকরির বাজারে দেখা দিচ্ছে ভয়াবহ মন্দা অবস্থা। একদিকে বেকারত্ব অন্যদিকে কর্মসংস্থান হারিয়ে নতুন করে বেকারত্ব-এই অবস্থায় দিশেহারা মানুষজন। অন্য দিকে অনেক রোগী অভিযোগ করেছেন, জ্বর, সর্দি-কাশির মতো লক্ষণ থাকলেই এসব হাসপাতালে হাসপাতালে ঘুরেও অন্য রোগের চিকিৎসা পাওয়া যাচ্ছে না। অনেক বেসরকারি হাসপাতাল -ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করেও দেওয়া হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যাপারে সরকারি পর্যায়ে কয়েক দফা নির্দেশনা, বেসরকারি হাসপাতাল মালিকদের প্রতিশ্রুতির পরেও চিকিৎসার বেহাল চিত্র বদলায়নি। সাধারণ রোগীরাই হচ্ছেন ভোগান্তির শিকার। এই উভয় সংকটকালীন সময়ে সামামা নিচ্ছে স্বাস্থ্য খাত এবং কর্মসংস্থানের জন্য এক ব্যাতিক্রম উদ্যোগ। যার মাধ্যমে স্বাস্থ্য সেবাও হবে পাশাপাশি কর্মসংস্থানও হবে।

শিক্ষাগত যোগ্যতাঃ

•নূন্যতম এসএসসি
•ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল প্রেরণ, এমএস অফিস, এক্সে্‌ল স্কাইপ, মেসেঞ্জার, হোয়াটসএ্যাপ ব্যবহার ভাল ভাবে জানা থাকতে হবে।

কাজের স্থান:

•নিজ নিজ ইউনিয়ন

অন্যান্য অভিজ্ঞতাঃ

•২ থেকে ৩ বছর ঔষধের দোকান পরিচালনাকারীদের অগ্রাধীকার।
•যে কোন বিভাগ থেকে এসএসসি পাশ।
•প্যারামেডিকেল ট্রেনিং সম্পন্ন হলে অগ্রাধীকার।
•যে কোন বাংলাদেশি নাগরিক।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ

•নারী/ পুরুষ আবেদন করতে পারবেন।
•বেসিক প্যারামেডিক্যাল ট্রেনিং, টেলিমেডিসিন সফটওয়্যার ট্রেনিং (এই ট্রেনিং গুলো সামামা কর্তৃক ফ্রি প্রদান করা হবে)।

চাকরির দায়িত্বসমূহঃ

•টেলিমেডিসিন সার্ভিস চালু করা।
•ইউনিয়নের প্রতিটি গ্রামে উঠান বৈঠক করার ব্যবস্থা করা।
•ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বরদের মাঝে সচেতনতা তৈরীতে ভূমিকা রাখা।
•স্থানীয় স্কুল, কলেজ বা মাদ্রাসার সকল শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতা বিষয়ক সেমিনার করা।
•মাসিক টার্গেট ফুলফিল, রিপোর্ট তৈরী এবং প্রেরণ।
•দৈনিক, সাপ্তাহিক,মাসিক রিপোর্ট করে সংশ্লিষ্ট অফিসারকে প্রেরণ করা
•বিভিন্ন চ্যানেল এর মাধ্যমে সেন্টারগুলোর লক্ষ্য অর্জনে সহায়তা করা।
•সংশ্লিষ্ট অফিস প্রদত্ত অন্যান্য কাজ করা।
•৫+ টি ইউনিয়নে টেলিমেডিসিন সেন্টার স্থাপনে সার্বিক সহযোগীতা করা।

যে সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকতে হবেঃ

১। কম্পিউটার।

২। প্রিন্টার

৩। 4G মডেম/ ওয়াই ফাই

৪। 4G সার্পোটেড স্মার্ট ফোন।

যে সমস্ত প্রয়োজনীয় মেডিকেল যন্ত্রপাতি থাকতে হবেঃ

১। ডিজিটাল বিপি মেশিন

২। ওয়েট মেশিন

৩। উচ্চতা মাপক ফিতা

৪। ইনফ্রারেড থার্মোমিটার

৫। গ্লুকোমিটার (অপশনাল)।

৬। পালস অক্সিমিটার

যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবেঃ

১। ২ কপি ছবি।
২। ভোটার আইডি কার্ডের ফটোকপি।
৩। দোকানের ডিড-এর কপি বা ভাড়ার প্রমানপত্র।
৪। প্যারামেডিকেল সার্টিফিকেটের কপি।
৫। এসএসসি, এসএসসি সার্টিফিকেটের ফটোকপি।
৬। চেয়ারম্যান এর প্রত্যয়নপত্র (পরিষদ বা বোর্ড অফিসের ভবন ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য)।
৭। হাতে লেখা দরখাস্ত।
৮। অভিভাবকের সম্মতিপত্র।
৯। ট্রেড লাইসেন্স (সামামা-র নামে ইস্যু করতে ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে হবে)।

বেতনঃ

বেতন এবং জেনারেল পেশেন্টের ক্ষেত্রেঃ

  মাসিক বেতনঃ ১৫০০০ (মাসিক)* (শর্তানুযায়ী)ঃ

প্রতি মাসে ১০০ পেশেন্ট হলে বেতন কাঠামো হবে= ৮,০০০/= টাকা
প্রতি মাসে ১৫০ পেশেন্ট হলে বেতন কাঠামো হবে= ১০,০০০/= টাকা
প্রতি মাসে ২০০ পেশেন্ট হলে বেতন কাঠামো হবে= ১৫,০০০/= টাকা

গোল্ড হেলথ কার্ডঃ

তিন মাসের মধ্যে (প্যাকেজ) গোল্ড হেলথ কার্ড ৩০০ সদস্য করতে পারলেই বেতন ১০,০০০/= টাকা এবং ৬০০ থেকে ৮০০ সদস্য হলেই আপনার চাকুরী স্থায়ী* বেতন ১৫,০০০/= টাকা হবে এবং ইকুইপমেন্ট এর টাকা রিফান্ড করা হবে।

গোল্ড হেলথ কার্ড সদস্য সংগ্রহ করার জন্য ২ জন টেলিমেডিসিন সেবাদাতা সহকারি আপনার সেন্টারে নিয়োগ করা হবে।

•টেলিমেডিসিন সেবাদাতা সহকারির বেতন চুক্তিভিত্তিক হবে। সদস্য প্রতি একটি নির্দিষ্ট টাকা মাস শেষে বেতন আকারে প্রদান করা হবে।
•যোগ্যতাঃ এসএসসি পাস।
•মোটিভেশন ক্ষমতা থাকতে হবে।
•মাসিক বা বাৎসরিক টার্গট পূরণ করার সক্ষমতা থাকতে হবে।
•স্মার্ট ফোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম (ই-মেইল প্রেরণ, ইন্টারনেট ব্রাউজিং, স্কাইপ, হোয়াটসঅ্যাপ ব্যবহার জানা থাকতে হবে।
•কর্মদিবসে রোগী মোটিভেশন করে সংশ্লিষ্ট সেন্টারে নিয়ে আসার মানসিকতা থাকতে হবে।

নতুন টেলিমেডিসিন সেন্টার স্থাপনঃ

৫ (পাঁচ) বা ততোধিক ইউনিয়নে নতুন টেলিমেডিসিন সেন্টার স্থাপনের টার্গেট পূরণে সক্ষম হলে ১০% বোনাস দেওয়া হবে।

অন্যান্য সুযোগ সুবিধাদিঃ

প্রযোজ্য ক্ষেত্রে টি/এ, মোবাইল বিল, বার্ষিক বোনাস, পারফরমেন্স বোনাস, ২টি উৎসব ভাতা (বার্ষিক)।

প্যাকেজগুলি একটিভ করতে করণীয়ঃ

১ টি ইউনিয়ন এ গোল্ড হেলথ কার্ড সদস্য পূরণের টার্গেট= ১০০০

--------------------------------------------------------------------------------------------

১৫০ টি পরিবারকে বিনামূল্যে বিতরণ করার নির্দেশাবলীঃ

আমরা ধরি ১টি ইউনিয়ন = ১০টি গ্রাম
চেয়ারম্যন= ১ জন
মেম্বর= ১০/১২ জন
সংরক্ষিত মহিলা মেম্বর= ৩ জন
ইমাম= ১৫ জন
চৌকিদার= ১০ জন
গ্রাম্য মাতুব্বর= ২০ জন
স্কুল শিক্ষক= ২০ জন
হত-দরিদ্র= ৫০ জন

মোট ১৩০ থেকে ১৫০টি পরিবার-কে গোল্ড হেলথ কার্ড বিনামূল্যে বিতরণ করা এবং বিনিময়ে পরিবার প্রতি ১০ টি কার্ড করিয়ে নেওয়া। এর দ্বারা সেন্টার প্রতি তিন মাসে ৮০০ থেকে ১০০০ পরিবারকে সদস্যের আওতাভুক্তি করতে সহায়ক হবে।

নমূনা দরখাস্তঃ

বরাবর,
নির্বাহী পরিচালক
সামামা (সাধারণ মানুষের মাঝে)
গোয়ালচামট- ফরিদপুর।

বিষয়ঃ প্যারামেডিকেল কাম টেলিমেডিসিন সেবাদাতা এর জন্য চাকরির আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আপনাকে জানাচ্ছি যে, বিস্বস্ত সূত্রে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠান সামামা (সাধারণ মানুষের মাঝে) উপরেল্লেখিত পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী।
অতএব আপনার কাছে বিনীত আবেদন আপনি যেন আমাকে উক্ত পদে নিয়োগ দানে বাধিত করেন।

বিনীত নিবেদক-

প্রার্থীর নাম ঠিকানা।

*সামামা কর্তৃক নিন্মোক্ত ট্রেনিং এবং ডকুমেন্টস সমূহ ফ্রি প্রদান করা হবেঃ

# প্যারামেডিকেল প্রশিক্ষন ও সার্টিফিকেট (যাদের নাই তাদের সামামা অফিস থেকে সংগ্রহ করতে হবে)= *২০,৫০০/=
# সফটওয়্যার(সামামা অফিস থেকে দেওয়া হবে)= *২৫,০০০/=
# টেলিমেডিসিন চালুর অনুমোদনপত্র ((সামামা অফিস থেকে দেওয়া হবে)= *৫,০০০/=
# অনলাইন টেলিমেডিসিন প্রশিক্ষন ও সার্টিফিকেট(সামামা অফিস থেকে দেওয়া হবে)= *৫,০০০/=
# স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক টেলিমেডিসিন চালুর অনুমোদনপত্রের কপি (সামামা অফিস থেকে দেওয়া হবে)=?
# একসেস টু ইনফরমেশন (a2i) প্রত্যয়নপত্র (সামামা অফিস থেকে দেওয়া হবে)=?
# ব্যানারের ডিজাইন (সামামা অফিস থেকে সফট কপি দেওয়া হবে)= *৩০০/=
# লিফলেট (সামামা অফিস থেকে সফট কপি দেওয়া হবে)= *২০০/=

সর্বোমোট = *৫৬,০০০/=

* এই সমস্ত চার্জ সম্পূর্ণ ফ্রী।

আপনি পড়ে বুঝতে পারলে আপনার সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করে সাবমিট করুনঃ

Pre-Interview Link